Worksheet/File খোলা (Open) করার নিয়ম। - Microsoft Office Excel Course
Converted document

Post Top Ad

Responsive Ads Here

Worksheet/File খোলা (Open) করার নিয়ম।

Share This

Worksheet/File খোলা (Open) করার নিয়মঃ

পদ্ধতি-০১

১। Main Menu থেকে “File” -এ Click করতে হবে। 

২। “File” Menu থেকে “Open” Select করতে হবে। এতে Open Dialogue Box আসবে। 

৩। Look In বক্সে যে ডােইরেক্টরী থেকে File/Worksheet খুলতে চাই সেই ডাইরেক্টরী আছে কিনা দেখতে হবে। যদি না থাকে তবে সেই ডাইরেক্টরী সিলেক্ট করতে হবে। 

৪। “File Name” Text Box Select এ File -এর না টাইপ বা উপরের Box থেকে Select করতে হবে। 

৫। “Open” এ Click করতে হবে।

পদ্ধতি-০২

১। একসাথে “Alt + F” চাঁপতে হবে। 

২। “O” চাঁপতে হবে। এতে Open Dialogue Box আসবে। 

৩। Look In বক্সে যে ডােইরেক্টরী থেকে File/Worksheet খুলতে চাই সেই ডাইরেক্টরী আছে কিনা দেখতে হবে। যদি না থাকে তবে সেই ডাইরেক্টরী সিলেক্ট করতে হবে। 

৪। “File Name” Text Box Select এ File -এর না টাইপ বা উপরের Box থেকে Select করতে হবে। 

৫। “↲” Enter Key চাঁপতে হবে। 



এই ওয়েবসাইটের প্রতিটি পোষ্ট আপনি পিডিএফ এবং ওয়ার্ড  ডকুমেন্ট ফাইলে ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করতে নিচের বাটনে ক্লিক করুন।


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here