কার্সর/সেল পয়েন্টার সরানোর নিয়ম। - Microsoft Office Excel Course
Converted document

Post Top Ad

Responsive Ads Here

কার্সর/সেল পয়েন্টার সরানোর নিয়ম।

Share This

কার্সর/সেল পয়েন্টার সরানোর নিয়মঃ



নির্দেশ (চাঁপতে হবে)

কার্সর/সেল পয়েন্টার স্থানান্তরিত হবে

Cursor এক Cell ডানে যাবে। 

Cursor এক Cell বামে যাবে। 

Cursor এক Cell নিচে যাবে। 

Cursor এক Cell উপরে যাবে। 

Ctrl + →

Cursor Row এর সর্বশেষ Column এ যাবে। 

Ctrl + ←

Cursor Row এর প্রথম Column এ যাবে। 

Ctrl + ↓

Cursor Column এর সর্বশেষ Row এ যাবে। 

Ctrl + ↑

Cursor Column এর প্রথম Row এ যাবে। 

Tab

ডান দিকের সেল এ যাবে। 

Shift + Tab

বাম দিকের সেল এ যাবে। 

Page Down

এক পৃষ্ঠা (পনের সারি) উপরে যাবে। 

Page Up

এক পৃষ্ঠা (পনের সারি) নিচে যাবে। 

Ctrl + Home

Cursor Work Sheet এর শুরুতে আসবে।

Home

Cursor যে Row তে থাকবে তার প্রথম Column এ আসবে। 

End + →

Cursor শেষ Column (IV) এ যাবে। 

Ctrl + Home

Cursor প্রথম সারিতে (AI) Cell এ যাবে। 

Ctrl + → + ↓

Cursor সর্বশেষ Column এর Row তে যাবে। 




এই ওয়েবসাইটের প্রতিটি পোষ্ট আপনি পিডিএফ এবং ওয়ার্ড  ডকুমেন্ট ফাইলে ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করতে নিচের বাটনে ক্লিক করুন।


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here