Microsoft Excel কি? - Microsoft Office Excel Course
Converted document

Post Top Ad

Responsive Ads Here

Microsoft Excel কি?

Share This

Microsoft Excel কি?

এক্সেল হলো এক ধরনের Spreadsheet Data Analysis Software। যার আভিধানিক অর্থ হচ্ছে শ্রেষ্ঠতর হওয়া। কার্য পরিধি ও গুণগত দিক থেকে এটি অন্যান্য Spreadsheet Data Analysis Software থেকে খুব উন্নত মানের। এটি বিশ্বখ্যাত মাইক্রোসফট কর্পোরেশন এর তৈরিকৃত জনপ্রিয় প্রোগ্রাম। এর সাহায্যে জটিল গাণিতিক সমস্যার সমাধান, তথ্য ব্যবস্থাপনা ও উপস্থাপনা এবং গ্রাফকে নিখুঁতভাবে সম্পন্ন করা যায়। 

Spreadsheet অর্থ হচ্ছে ছড়ানো পাতা বা কাগজ। এতে ছক কাগজ (Graph Paper) এর ন্যায় X ও Y অক্ষ বরাবর খোপ খোপ ঘর থাকে। অনেকগুলো ঘর সম্বলিত বড় শীটকে স্প্রেড সীট বলে। X অক্ষ বরাবর ঘরগুলোকে কলাম (Colum) এবং Y অক্ষ বরাবর ঘরগুলোকে সারি (Row) বলা হয়। কলাম ও সারি মিলে একটি ঘরকে সেল বলে। অনেকগুলো সেল মিলে একটি Sheet হয়। এখন পর্যন্ত যতগুলো ভার্সন চালু হয়েছে এক একটি ভার্সনে এক এক সংখ্যার কলাম, সারি থাকে।



বৈশিষ্ট্যঃ

১। দৈনন্দিন হিসাব সংরক্ষণ ও বিশ্লেষণ। 

২। বার্ষিক প্রতিবেদন প্রণয়ন।

৩। বাজেট প্রণয়ন। 

৪। ব্যাংকিং ব্যবস্থাপনার যাবতীয় হিসাব (সুদকষা) বিষয়ক বিশ্লেষণ। 

৫। উৎপাদন ব্যবস্থাপনা। 

৬। আয়কর ও অন্যান্য হিসাব রৈরীকরণ। 

৭। বৈজ্ঞানিক ক্যালকুলেশন। 

৮। বেতন হিসাব (Pay Roll) তৈরী করণ। 

৯। মজুদ পরিমাণ ও নিয়ন্ত্রণ। 

১০। সব ধরনের পরিসংখ্যান। 

১১। সব ধরনের আর্থিক ব্যবস্থাপনা। 

১২। ডাটা সংরক্ষণ ও ব্যবস্থাপনায় যাবতীয় কাজ সম্পাদন। 

১৩। তথ্যকে আকর্ষণীয় করে উপস্থাপনের জন্য বিভিন্ন ধরনের চার্ট বা গ্রাফ তৈরী। 

এছাড়াও কাজের উপর ভিত্তি করে বিভিন্ন কাজ করা যায়।  





এই ওয়েবসাইটের প্রতিটি পোষ্ট আপনি পিডিএফ এবং ওয়ার্ড  ডকুমেন্ট ফাইলে ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করতে নিচের বাটনে ক্লিক করুন।




No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here