Excel এ File সংরক্ষণ করার নিয়ম। - Microsoft Office Excel Course
Converted document

Post Top Ad

Responsive Ads Here

Excel এ File সংরক্ষণ করার নিয়ম।

Share This

Excel এ File সংরক্ষণ করার নিয়মঃ 

পদ্ধতি-০১

১। Main Menu থেকে “File” এ Click করতে হবে। 

২। File Menu থেকে “Save” Select করতে হবে। এতে Save As Dialogue Box আসবে। 

৩। “File Name” Text Box Select করতে হবে। 

৪। ২৫৬ অক্ষরের মধ্যে ফাইলের নাম টাইপ করতে হবে। 

৫। “Save” এ Click করতে হবে। 

পদ্ধতি-০২

১। একসাথে “Alt + F” চাঁপতে হবে। 

২। “S” চাঁপতে হবে। এতে Save As Dialogue Box আসবে। 

৩। “Alt + N” চাঁপতে হবে। 

৪। ২৫৬ অক্ষরের মধ্যে ফাইলের নাম টাইপ করতে হবে। 

৫। “↲” Enter Key চাঁপতে হবে। 





Shortcut Command: “Ctrl + S”





এই ওয়েবসাইটের প্রতিটি পোষ্ট আপনি পিডিএফ এবং ওয়ার্ড  ডকুমেন্ট ফাইলে ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করতে নিচের বাটনে ক্লিক করুন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here